ময়মনসিংহ, ষ্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে ১০জানুয়ারী সকালে ভাসমান শীতার্ত প্রায় ৫ শতাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন যুবলীগ নেতা এইচ এম ফারুক ।
সকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতা এইচ এম ফারুক।
যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন, আমরা গরীব অসহায় মানুষের খোজ খবর নিয়ে তাদের তালিকা করে বঙ্গবন্ধুর স্মরণে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। অসহায় এই মানুষগুলোর অবস্থা খুবই করুণ। খুব খারাপ লেগেছে। যাদের দুঃখ কষ্ট লাগবে বঙ্গবন্ধু সর্বদায় জীবনের সাথে যুদ্ধ করেছেন তারাই যদি কষ্টে থাকে তাহলে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর আত্মাও কষ্ট পাবে, তাই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর শান্তি কামনায় এই ব্যতিক্রমী আয়োজন করেছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা মন্জু রোমন,বাবু ,মামুন , রাশেদুল,শান্ত, রাজীব সহ জেলা,মহানগরের অন্যান্য যুবলীগ কর্মীবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না