লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ-প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহসেনা বেগম মিনা, পৌর আওয়ামিলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ প্রমূখ।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না