তুমি আসছো
- আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ৬৬
তুমি আসছো
কবি: রিপন গুণ
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান ;
তুমি আসছো !
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতা মাঝে
চির সবুজ এই বাংলা মায়ের বুকে ।
আসছো তুমি, শিশির বিন্দু জমানো ঘাসের ডগায় মিশে
পাখির ঠোঁটের শিশির হয়ে ।
তুমি আসছো ! আমন ধানের নবান্ন উৎসবে
কৃষাণী’র মমতায় সাজানো ছোট্ট আঙিনায় ।
আসছো তুমি, ক্লান্ত পাখিদের ফেরারি মিছিলে
জ্যোৎস্না রাতে এক ফালি নাগরিক চাঁদ হয়ে ।
তুমি আসছো ! পদ্মা, মেঘনা, যমুনার উত্তাল স্রোতে
জল-বাতাসে কাঁপন তুলে ।
আসছো তুমি, বর্ষার অথই জোয়ারে ভেসে
বাঁশিতে ভাটিয়ালি সূর হয়ে ।
তুমি আসছো ! খরাময় চৈত্রের দুপুরে
খরার মাঝে, একবিন্দু ভালবাসার জল ঢেলে ।
আসছো তুমি, কোকিলের মধুর কণ্ঠে মিশে
ঋতুরাজ বসন্তের আগমনে ।
তুমি আসছো ! শ্রমিকের ঝরা বিন্দু বিন্দু ঘামে
ফসলের মাঠে, কৃষকের হৃদয়ে বুনা সবুজ স্বপ্ন হয়ে ।
আসছো তুমি, সবুজের বুকে লাল পতাকায় মিশে
টেকনাফ থেকে তেঁতুলিয়া ছোট্ট সীমান্ত জুড়ে ।