বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজটির আইসিটি ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নীতিশ বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও ইংরেজি প্রভাষক মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক নুরুল আমিন শেখ, প্রভাষক বখতিয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নীতিশ বিশ্বাস বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা অনুসরণ করে সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। পরে ১৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন হাওলাদার।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না