মানুষ গড়ার সূতিকাগার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে : ইউএনও মিজাবে রহমত
- আপডেট সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ৬২
ময়মনসিংহের, ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেছেন, দেশের শিক্ষার উন্নতির জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই স্তরে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এবং তাদের সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি বলেছেন, সমাজ পরিবর্তনের পূবশর্ত মানুষের পরিবতর্ন। সেই পরিবর্তনের অভিভাবকত্ব শিক্ষকদের পেশাগত দায়িত্ব। সমাজের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকা, সমাজের প্রত্যাশা মোতাবেক একজন শিক্ষক হবেন জ্ঞানতাপস, মেধাবী, বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ববান, চৌকস, শ্রেণি কক্ষে আগ্রহী পাঠদানকারী ও জ্ঞান বিতরণে আন্তরিক। তিনি সুবিচারক, সুপরীক্ষক, শিক্ষার মাননিয়ন্ত্রক, যুক্তিবাদী, গবেষক এবং উদ্ভাবকও। তিনি সঠিক পথের দিশারী, পথপ্রদশর্ক। শিক্ষক সপ্রতিভ ব্যক্তিত্ববান, সমাজ হিতৈষী, পরোপকারী এবং আধুনিকতামনস্ক বিচক্ষণ সমাজ সংস্কারক। শিক্ষক হবেন চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন, পরিশ্রমী, নিরপেক্ষ, হাস্যোজ্জ্বল, সুপরামশর্ক ও প্রাণবন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের অধিকারী।
সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বিসকা ইউনিয়নের কাগচর মনোরঞ্জন ভৌমিক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,দাতা,উদ্যোক্তা ময়মনসিংহ সরকারী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার তারাকান্দা নিলুফার হাকিম, বিসকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকের আহমেদ বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্কুলের খেলার মাঠ সংস্কারের জন্য মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও স্কুলের প্রাচীরের ভাঙন রোধে মাটি ভরাটের ব্যবস্থাও করেন তিনি। স্কুলের সামনের রাস্তার ধ্বসে পরা রোধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,সরকার শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে তাদের সর্বার্ধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই কোনো জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষকদের মর্যাদা দেয়া প্রয়োজন। বতর্মান সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করার চেষ্টা করেছেন। ন্যায়-বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন সৎ মানুষ, শিক্ষিত মানুষ ও জ্ঞানী মানুষের। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষকমন্ডলী যারা আগামীর জন্য মানুষ সৃষ্টি করেন তাদের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকই পারেন একজন সুন্দর ও জ্ঞানী মানুষ তৈরি করতে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত কে স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচছায় স্বাগত ও অভিনন্দন জানান কাগচর মনোরঞ্জন ভৌমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা। একইসাথে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানান।