১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

স্বপ্ন তরী

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ৬৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বপ্ন তরী

কবি : রিপন গুণ

স্বপ্নের পিছনে নিরলস ছুটে চলা
পিছনে আমার ক্লান্ত জীবন –
স্বপ্নের সুতোয় বাঁধা।
তাড়া করে বেড়ায় স্বপ্ন শুধু-
পাইনি তবুও! কাঙ্ক্ষিত স্বপ্নে পরশ।
এঁকে বেঁকে বয়ে চলা নদী যেমন
সাগরে মিশে আনন্দ খোঁজে,
তেমনি দাঁড় কাকের মতো বসে থাকি
গোটা কয়েক স্বপ্নের মাঝে, আনন্দ পাবার আশায়।
স্বপ্ন ! তুমি কি হারিয়ে গেছো?
মহাকালের অতল গর্ভে আমায় একা রেখে…..
জীবনের অভিমানী সুরে,
না কি ? ভাঙা স্বপ্নের তরী হয়ে ডুবে গেছো-
আমার জীবন নদীর তীরে।
স্বপ্ন খুঁজতে গিয়ে আমি দেখেছি-
স্বপ্ন ভাঙার খেলায় –
কত অশ্রু ঝরেছে মানুষের দু’চোখ থেকে
কত দুঃখের বন্যা বয়ে গেছে মানুষের মনে।
জীবন তো স্বপ্নের এক দিগন্ত
সে তো শুধু স্বপ্নেরই প্রান্ত,
এ ভুবনে মানুষ খোঁজে স্বপ্ন সুখের বাসর
অবশেষ! স্বপ্নের তরী বেয়ে-
মাটিতে মিশেই হয় শান্ত ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

স্বপ্ন তরী

আপডেট সময় : ০৭:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বপ্ন তরী

কবি : রিপন গুণ

স্বপ্নের পিছনে নিরলস ছুটে চলা
পিছনে আমার ক্লান্ত জীবন –
স্বপ্নের সুতোয় বাঁধা।
তাড়া করে বেড়ায় স্বপ্ন শুধু-
পাইনি তবুও! কাঙ্ক্ষিত স্বপ্নে পরশ।
এঁকে বেঁকে বয়ে চলা নদী যেমন
সাগরে মিশে আনন্দ খোঁজে,
তেমনি দাঁড় কাকের মতো বসে থাকি
গোটা কয়েক স্বপ্নের মাঝে, আনন্দ পাবার আশায়।
স্বপ্ন ! তুমি কি হারিয়ে গেছো?
মহাকালের অতল গর্ভে আমায় একা রেখে…..
জীবনের অভিমানী সুরে,
না কি ? ভাঙা স্বপ্নের তরী হয়ে ডুবে গেছো-
আমার জীবন নদীর তীরে।
স্বপ্ন খুঁজতে গিয়ে আমি দেখেছি-
স্বপ্ন ভাঙার খেলায় –
কত অশ্রু ঝরেছে মানুষের দু’চোখ থেকে
কত দুঃখের বন্যা বয়ে গেছে মানুষের মনে।
জীবন তো স্বপ্নের এক দিগন্ত
সে তো শুধু স্বপ্নেরই প্রান্ত,
এ ভুবনে মানুষ খোঁজে স্বপ্ন সুখের বাসর
অবশেষ! স্বপ্নের তরী বেয়ে-
মাটিতে মিশেই হয় শান্ত ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন