গাজীপুর সংবাদদাতা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন জঙ্গি সদস্য। শনিবার (৭ জানুয়ারি) সকালে কারাগারের ভেতরে তারা বিক্ষোভ করেন।
কারাগারের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কারাগারে বন্দি জঙ্গি সদস্যরা নিজেদের চাহিদা মতো কম্বল, স্বজনদের সঙ্গে প্রতি সপ্তাহে একদিন সাক্ষাৎ ও ফোনে কথা বলার দাবি জানান। একই সঙ্গে তারা কারাগারের ভেতরে সাধারণ বন্দিদের মতো ঘোরাফেরা করার দাবিও করেন। কিন্তু কারা কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় তারা বিক্ষোভ করেন। তবে সাধারণ কোনো বন্দি এতে অংশ নেননি।
এ ব্যাপারে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, নিয়ম অনুযায়ী বন্দিদের সব সুবিধা দেওয়া হয়। কিন্তু কারাবিধির বাইরে কোনো কিছু করার নিয়ম বা সুযোগ নেই। বন্দিরা অল্প কিছু সময় ওই দাবি জানিয়ে শান্ত হয়ে যান। বিষয় তেমন বড় কোনো ইস্যু হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না