রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০দফা দাবিতে আন্দোলনের রাষ্ট্রকাঠামো মেরামতে রুপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০দফা দাবিতে শহরের জয়নগর এলাকায় জেলা বিএনপির আহবায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসভবনে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক। এতে জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, বাংলাদেশে এখন আর সোজা কথায় কোন কাজ হয় না, এখন শুধুই অবৈধ অর্থ ও অস্ত্রের দাপটে চলে সবকিছু।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান সহ সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় জয়ের বাজার মোড়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উপর হামলা চালায় যুবলীগ ছাত্রলীগের উত্তেজিত নেতা কর্মীরা। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না