বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে একজন নিহত
- আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ৬৫
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলায় মৎস্য ঘেরে চাষাবাদকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার মোল্লা (৫৫) ওই এলাকার মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার আলিপুর এলাকার হাফিজুর মোল্লা ও আফসার শেখদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে আফসার গ্রুপের লোকজন আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ক্ষেতের মধ্যে ধানের বীজ তলায় কাজ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মোজাহার মোল্লার উপর হামলা চালিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।