গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ
- আপডেট সময় : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৬০
বরিশাল (গৌরনদী) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার ৮৪৮ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।