নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। রোববার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য, স্টাফ ও বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার)।
এসময় থানার সকল পুলিশ কর্মকর্তা, ষ্টাফ এবং আগত বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষকে ডেন্টাল, মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও চক্ষু বিষয়ক চিকিৎসা ও পরামর্শ প্রদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার ও ওজন মেপে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন হসপিটালটির ডাক্তারগণ।
হসপিটালটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডা. একেএম নাসির উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এছাড়া নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা, তাই সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা এ ধরনের ধারাবাহিক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ আমাদের সার্বক্ষণিক সেবা দিতে কাজ করে যাচ্ছে। তারা নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবার সময় পায়না। তাদের কথা মাথায় রেখে আমরা এ ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। চেষ্টা করছি তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করতে এবং তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে।
তিনি আরো বলেন, কে কখন অসুস্থ হয়ে পড়ে আমরা কেউ তা জানিনা, সবারই পরিবার রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নামে আমাদের বড় একটি স্থাপনা আছে, এখানে আধুনিক চিকিৎসা সেবার সকল ধরনের সুবিধা রয়েছে। সকলেই যেন এই সুবিধা কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, পুলিশ সবসময় মানুষকে সেবা দিয়ে থাকে। কাজের ব্যস্ততায় আমরা স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন থাকি। সেই পুলিশকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ সেবা দেওয়ার জন্য এসেছে, আমাদের সচেতন করছে। পাশাপাশি তারা এখানে সাধারণ মানুষকেও সেবা দিয়েছেন। আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ। প্রো-অ্যাকটিভ মেডিকেলের মত অন্যান্য হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোও এভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বলে আমি মনে করি।
হসপিটালটির বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, হসপিটালের ইসি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, সিনিয়র চেয়ারম্যান প্রফেসার মো. ইউসুফ আলী চৌধুরী, পরিচালক (মার্কেটিং) মো. শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম বার), পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না