রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আগুন লেগে পুড়ে যায়। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দুটায় দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক বাচ্চু ইসলাম (১৬) বিড়ালদহ মাজার এলাকার ইমরান হোসেনের ছেলে। এসময় মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়।
পরে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিভায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হাইস মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। গাড়িটিতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে না দুুর্ঘটনা জনিত কারণে আগুন ধরেছে তা তদন্ত করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না