বারহাট্টায় ভারতীয় কম্বলসহ আটক ৫
- আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ৬৮
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে আসা ট্রাকবোঝাই ৪০ বস্তা ভারতীয় কম্বলসহ ৫ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বারহাট্টা উপজেলার দশধার এলাকায় বারহাট্টা থানার এস.আই মোহাইমিনুল ইসলাম লিমনের নেতৃত্বে কলমাকান্দা থেকে আসা ট্রাক বোঝাই ৪০ বস্তা ভারতীয় কম্বলসহ একটি ট্রাক ও ৫ জনকে আটক করা হয়।
পুলিশ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা এস.আই মোহাইমিনুল ইসলাম লিমনের নেতৃত্বেপুলিশের একটি দল শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার দশধার এলাকায় ৪০ বস্তা কম্বল বোঝাই একটি ট্রাক আসার সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করার অপেক্ষায় থাকেন। ট্রাকটি দশধার এলাকায় আসলে পুলিশ ট্রাকটিকে থামিয়ে, তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৪০ বস্তা ভারতীয় কম্বল জব্দ করে এবং ৫ জনকে আটক করে। পরে বস্তা সহ ট্রাকটি বারহাট্টা থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুর ২টা থেকে চারটা পর্যন্ত সাংবাদিকদের উপস্থিতিতে বস্তাবন্দি কম্বল গুনে গুনে থানার ভিতর নিয়ে যায় পুলিশ। এই সময় ৪০টি বস্তায় তিন কোম্পানীর (৬৬৬) পিছ কম্বল পাওয়া যায়, যার বিক্রয় মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা।
আটককৃত ৫ জন নেত্রকোনা সদর উপজেলা চকপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া, ফজলু মিয়ার ছেলে জনি মিয়া, সবুজ মিয়ার ছেলে রুকন মিয়া, মৃত শাহ আলমের ছেলে সোলেমান মিয়া এবং আমিনুল ইসলামের ছেলে আকাশ মিয়াকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ লুৎফুল হক বলেন, অবৈধ পথে আসা ভারতীয় ৪০ বস্তার ভিতরে (৬৬৬) পিছ কম্বল জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রাক জব্দ করে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হবে।