রুপগঞ্জে গণধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৭৫
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের মামলায় মো. সোহাগ (২২) ও মো. তাইজুল ইসলাম (১৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার দিবাগত রাতে রুপগঞ্জ থানাধীন কালাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৮ অক্টোবর রুপগঞ্জ থানাধীন নলপাথর এলাকায় জনৈক কিশোরী গণধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে এই ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের (মামলা নং-৬৪/৬৮৩) করেন।
ঘটনার পরপরই এই গণধর্ষণের সাথে জড়িত এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই গণধর্ষণের সাথে জড়িত পলাতক আসামী সোহাগ ও তাইজুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত গণধর্ষণের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।