মোঃ আব্দুস সালাম:
বর্তমানে মশার আত্যচারে অতিষ্ঠ জনজীবন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে শুরু হয় মশার কামড় বিরতি হীন ভাবে চলে সকাল পর্যন্ত। আমরা সবাই কর্মজীবী মানুষ। সকাল হলেই কর্মসংস্থানে বেরিয়ে পরি । সন্ধ্যা হতে না হতেই আমরা বাসায় চলে আসি। ঘুমানোর আগ পর্যন্ত হয়তো আমরা ৩ থেকে ৫ ঘন্টা মশারীর বাহির থাকি। এই সময় টুকো আমরা মশার আত্যচার সহ্য করতে পারি না। অথচ এক শ্রেণীর মানুষ আছে যারা জীবিকার তাগিদে রাতের ঘুমকে হারাম করে সারা রাত জেগে থাকে। কতই না মশা তাদের কামরাই। গাজীপুরে টঙ্গী এলাকায় কোন এক শিল্প কারখানায় ঘুরে দেখা গেলো, একজন নিরাপত্তা প্রহরী হয়তো কয়েল কিনার টাকা নেই। তাই পাটের রশির মাথায় আগুন জ্বালিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করছে। নাইট গার্ডের কাছে জানতে চাইলে তিনি বলেন,বাবা বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি ।আমরা নিম্ন আয়ের মানুষ লবন আনতে পান্তা ফুরায় কয়েল কি ভাবে কিনবো। কারখানায় পন্য পেকেট করার সময় কিছু পাটের রশি পড়ে থাকে। সে গুলো সংগ্রহ করে এই ভাবে আগুন জ্বালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করি ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না