আরিফ রববানী, ময়মনসিংহ:
ময়মনসিংহর ফুলপুর উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এম. সাজ্জাদুল হাসান।এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকায় কর্মরত ছিলেন। সেখান থেকে গত ২৪ অক্টোবর অবমুক্ত হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষে গত ৩০ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ১৩ ডিসেম্বর’২০২২ এক প্রজ্ঞাপনে তাকে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হলে সোমবার (২জানুয়ারি) ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি।
যোগদানের পর তিনি তার ফেইসবুক পোস্টে ফুলপুরবাসীর উদ্দেশ্যে একটি পোস্টে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপজেলার সার্বিক কল্যাণ ও উন্নয়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সকলের সু স্বাস্থ্য প্রত্যাশা করেন।
ইউএনও এম. সাজ্জাদুল হাসান ফুলপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান ৩৪তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না