বাকেরগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৬:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ৭১
রানা সেরনিয়াবাত, বরিশাল:
বাকেরগঞ্জ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে বরিশালে বাকেরগঞ্জ শাখার ৬ নং ফরিদপুর ইউনিয়নের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) রাতে বাকেরগঞ্জে ফরিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা চাপ্রাশী,সংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হিরন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনটিকে কেন্দ্র করে সকালে আনন্দ র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে ইউনিয়ন আওয়ামী লীগও ছাত্রলীগের নেতাকর্মী।