বরিশাল সংবাদদাতা:
বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যায়। এর ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই শহিদুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।বিষয়টি বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন প্রতিদিনের নিউজকে নিশ্চিত করেন। গত সোমবার দুপুরে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি। পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এসআই শহিদুল ইসলামকে ক্লোজ করেছে বরগুনা জেলা পুলিশ।
বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর হোসনাবাদ এলাকার সোনার বাংলা বাজারে গত সপ্তাহে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাফ ও চাবিসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এসআই শহিদুল হ্যান্ডকাফ ও চাবিসহ গ্রেফতারকৃত আসামি হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামি ছেড়ে দেওয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন। পরে ওই এলাকার স্থানীয় লোকদের বিষয়টি যেন কেউ না জানে এজন্য এক প্রকার চাপ প্রয়োগ করেন।
বতাগী থানার ওসি আনোয়ার হোসেন হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের নিউজকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঘটনায় সম্পৃক্ত এসআই শহিদুল ইসলামকে বরগুনা জেলা পুলিশ কর্তৃক ক্লোজ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না