যশোরে ৭২ লক্ষ টাকার স্বর্ণের বারসহ আটক ১
- আপডেট সময় : ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ৭১
যশোর সংবাদদাতা
যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ পিছ (১ কেজি ৫১ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ কওসার আলী (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গোগা সীমান্তের গাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামি কই উপজেলার দাউদখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
২১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণের পাচারের গোপন খবরে গোগা সীমান্তের গাজীপাড়া পাকা রাস্তার উপর বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিছ স্বর্ণের বার উদ্ধার এবং কাওসার আলীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭২ লক্ষ ২০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।