রানা সেরনিয়াবাত, বরিশাল:
বরিশাল কোস্টগার্ডের অভিযানে দশ কেজি ছয়’শো গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক। গোপন সংবাদের ভিত্তিতে (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশান। বরিশাল কর্তৃক স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে বরিশাল কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি মানামি লঞ্চ তল্লাশী করে ২ টি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ি গ্রামের বাসিন্দা,মোঃ মানিক মিয়া(২১) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত গাঁজা ও মাদক কারবারিকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না