নওগাঁ সংবাদদাতা
নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে শ্রীরামপুর গ্রামের রজব আলীর পারিবারিক কবরস্থান দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান নওগাঁ জেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ চকদার ফরহাদ এর বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ আহাদ আলী, মোঃ রজব আলী, মোঃ ইয়াদ আলীদের শত বছরের পুরোনো পারিবারিক কবরস্থানে তাদের বাবা, দাদা, দাদার বাবাসহ বংশের সকলে কবরস্থান ও সেখানে আম গাছ, শিমুল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি লাগিয়ে শতবছরের বেশী সময় ধরে তা ভোগ দখল করে আসছে। হঠাৎ করে বিএনপির সেই নেতা বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র দেখিয়ে তা জবর দখল করার চেষ্টা করে।
অসহায় পরিবারগুলো সে বিষয়ে আইনের আশ্রয় নিয়ে নওগাঁ কোর্টে রেকর্ড সংশোধনী মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন। কোর্ট ফয়সালা হওয়ার আগে দুই পক্ষকে সেখানে দখলদারিত্ব করতে নিষেধ করে। কিন্তু তিনি আইনের কোন কিছু তোয়াক্কা না করে গত ১৯ অক্টোবর সেই শত বছরের কবরস্থান নিজেদের দখলে নেওয়ার জন্য প্রায় ১৫/১৬ জন লাঠিয়াল বাহিনী নিয়ে সেখানকার গাছ-পালা কেটে বিক্রয় করার উদ্যোগ নেয়।
এমতাবস্থায় অসহায় পরিবারগুলো উপায় অন্ত না পেয়ে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে মান্দা থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে তার দখলদারিত্ব বন্ধ করে গাছগুলো নামিয়ে নেয় এবং তাকে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, কোর্টের ফয়সালা না হওয়া পর্যন্ত যেন এই গাছপালা বা কবরস্থানে দখলদারিত্ব না করে।
বাদী পক্ষের অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পর ফরহাদ চকদার সেই অসহায় পরিবার গুলোকে হুমকি দিয়ে বলেন, আমার কাজে বাঁধা দিয়ে তোমরা অনেক বড় ভুল করেছো। এর বিমিময়ে তোমাদের ঘর-বাড়ী থেকে বিতারিত করবো বলে হুমকি দিয়েছে।
এ বিষয়ে ফরহাদ চকদারের সাথে মোবাইল ফোনে কথা হলে সে জানায়, আমরা কোর্টের অর্ডার নিয়ে গাছ কেটেছি। কোর্টের অর্ডার যদি থাকে, তাহলে পুলিশ এসে আপনার গাছ কাটা বা গাছ গুলো নামিয়ে নিলো কেন, এমন প্রশ্নে সে বলে, পুলিশ জাবেদা নকল চেয়েছে, আমরা জাবেদা তুলে আবার গাছ কাটবো।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) জানান, তিনি ট্রেনিংয়ে আছেন। এ অভিযোগের বিষয়ে এক এসআইয়ের উপর দায়িত্ব দেওয়া আছে। তদন্ত সাপেক্ষে সঠিকটা জানা যাবে।
এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো প্রশাসন ও আইনের সহযোগিতা চাচ্ছেন এবং শত বছরের পারিবারিক কবরস্থান দখলের চেষ্টাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না