শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা:
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সর্বদা দেশের দরিদ্র মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করছেন। দেশের দুস্থ, দরিদ্র, অসহায়, শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীত মহিলা ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে এছাড়াও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ সব খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক'র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহমুদুল হাসান, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, অফিস সহকারী বাবুল আক্তার, অরাজনৈতিক সংগঠন সেবা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য শাহাবুদ্দীন মোড়ল, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ সহ উপজেলার অন্তগত সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির। উল্লেখ্য, অনুষ্ঠানে পরিশেষে জন্ম থেকেই দুই হাত ও ডান পা নেই ঝিকরগাছার সেই অদম্য তামান্না আক্তার নুরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের পর স্নাতক সম্মানের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইংরেজি বিভাগে ভর্তি হওয়ায় তাকে ক্রেস উপহার দেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না