সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সালেহা বেগম হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ফিরোজ (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১১।গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে এক নারীর পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে দ্রুত স্থান ত্যাগ করেন ফিরোজ ও তার বাহিনীর সদস্যরা। পরবর্তীতে ভিকটিমের আশপাশের বাসিন্দারা আহত অবস্থায় চিটাগাংরোডস্থ শুভেচ্ছা হাসপাতালে নিয়ে যান। তবে হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালেহা বেগমকে মৃত ঘোষনা করেন।
র্যাব বলেন, হত্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আসামি ফিরোজ। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ উক্ত হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাব।
এর আগে সোমবার (২ জানুয়ারি) ভোরে ঢাকা জেলার ডেমরা থানাধীন ডগাইর এলাকা তাকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না