ষ্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে নতুন বছরে শিক্ষার্থীদের উপহার হিসাবে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বিনামূল্যের বই বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। বছরের প্রথম দিন বই উৎসবের মধ্য দিয়ে পৃথিবীতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
রবিবার (১লা জানুয়ারি) সকালে শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং শেরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহ বিভিন্ন বিদ্যালয়ে নতুন বছর, নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন এই শ্লোগানে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩ উপলক্ষে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে বই বিতরণ পুর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে উঠেছে নতুন বই। সরকারের এই চমৎকার উদ্যোগ এর বাস্তবায়ন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ। নতুন বইয়ের গন্ধে বাচ্চাদের পড়ালেখা শেখা আরো আনন্দময় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাহমুদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে এর সহকারী কমিশনার মোঃ আল আমিন শরিফসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের উপহার নতুন বই তুলে দেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না