ময়মনসিংহ সংবাদদাতা:
নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে এবং অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা জানুয়ারি) সকালে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতির স্বাগত বক্তব্যে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) বলেন, পুলিশী সেবা নিতে আসুন, সেবা দিতে আপনাদের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের দর্জা সব সময় খোলা। সেবা প্রাপ্তী প্রত্যাশীদের জন্য প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম রয়েছে। পুলিশী সেবা এখন আপনাদের দোরগোড়ায়। আপনারা পুলিশি সেবা নিন আর যেকোন অপরাধের তথ্য বিট পুলিশিং অফিসারদের অবহিত করুন।
মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির, বিশেষ অতিথি ছিলেন, সাবেক পুলিশের অতিঃরিক্ত পুলিশ সুপার সফিউল্লাহ, সাবেক এএসপি আব্দুল হাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী প্রমুখ। ওপেন হাউজ-ডে’র মতবিনিময় সভায় আগতদের ফুল দিয়ে বরণ করা হয়। পুলিশের তথ্য সংগ্রহে অবসর প্রাপ্ত পুলিশগন মুখ্য ভূমিকা রাখতে তাদের সচেতন মনমানুষিকতা জনগনের কাজে আসবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না