সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ সিদ্ধিরগঞ্জের সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে রাজধানী ঢাকার শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুলের সৈনিক জীবন, বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা, কবিতাপাঠ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিক তোফাজ্জল হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর চেয়ারম্যান ও কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক আতিক আজিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।
এসময় কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ গুনিজনদেরকে বিভিন্ন অবধানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করেন অনষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।
ছড়াকার টিমুনী খান রীনোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম.এম কামাল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না