নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে গিয়াসউদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

- আপডেট সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৮৮

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। তাদের এই দাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
শনিবার (২৪ মে) বিকেল ৫টায় সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক পানাম নগরের একটি পিকনিক স্পটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা ও অনুরোধ আমাকে আপ্লুত করেছে। আমি এই আহ্বানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। তবে সময়মতো দলীয় সিদ্ধান্ত অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের জনগণ সব সময়ই আমার রাজনীতির প্রেরণা। আমি জনগণের জন্য রাজনীতি করি, তাদের কল্যাণই আমার মূল লক্ষ্য।
নারায়ণগঞ্জ জেলার গুরুত্ব তুলে ধরে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এই জেলা আমাদের সবার। আমরা হয়তো থানা ভিত্তিকভাবে ভিন্ন, কিন্তু সাংগঠনিকভাবে আমরা এক ও অভিন্ন পরিবার। এক সঙ্গে কাজ করবো, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবো এবং উন্নয়নে ভূমিকা রাখবো-এতে কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, আপনারা আমার নির্বাচনী এলাকা ছাড়িয়ে সোনারগাঁ থেকে আমাকে নির্বাচন করতে দেখতে চান-এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। এই আন্তরিক আহ্বানের জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, গিয়াসউদ্দিন স্যার শুধু রাজনীতিকই নন, তিনি একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও মানবিক নেতা। তাঁর সুদূরদর্শী নেতৃত্বে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।