পূবাইলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

- আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫৬

রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইলে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার (২৪ মে) ভোর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট দুইজন আসামি গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম
পুলিশ জানায়,শনিবার ভোররাতে পূবাইল থানাধীন হায়দরাবাদ সাকিনস্থ নিমতলী টু হায়দরাবাদ গামী ইটের সলিং রাস্তার উপর বাগান বিলাস রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গায় থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. ফারুক (৩৫) টঙ্গী পূর্ব থানার আমতলী (কেরানীরটেক বস্তি) এলাকার মো. বিল্লালের ছেলে,ও মো. আতাউর রহমান (৩৬), নরসিংদী জেলার নরসিংদী থানা মুরাদনগর গ্রামের মিধন মিয়ার ছেলে,
অভিযানের সময় আরও ১০-১২জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০১টি স্টীলের তৈরী ধারালো সুইচ গিয়ার চাকু ও ১টি স্টীলের তৈরী ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন,অপরাধ দমনে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।