সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

- আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৬

শাকিল আহম্মেদ :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
অভিযান সুত্রে জানা গেছে, জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালায় এসময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, খাবার কম পরিমানে বিতরন, ঔষধ বিতরনে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান। এসব তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে দুদক।
এ ব্যাপারে জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়ম চলে আসছে এ মর্মে সংবাদ পেয়ে দুদকের অভিযান চালানো হয়। অভিযানে রোগীদের খাবার কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের সততা পাওয়া যায়। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের করা হবে বলে জানান তিনি।