নওগাঁয় বসতবাড়ীর দরজায় জোরপূর্বক টিনের প্রাচীর
- আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৭২
নওগাঁ সংবাদদাতা
নওগাঁর সাঁপাহার উপজেলার কুচিন্দা চকপাড়া গ্রামে মো. আমাদুলের বাড়ির দরজার সামনে জোরপূর্বক টিনের প্রচীর দিয়ে বাড়ী থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে জবর-দখলকারী সামসুল হকসহ তার লোকজনেরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ আমাদুল হকের কবলাকৃত সম্পত্তির উপর বসতবাড়ী করে প্রায় ৫০ বছর বসবাস করে আসছে। হঠাৎ করে প্রতিপক্ষ সামসুল হক, মোঃ বাবু, আফ্রিদি, আফরোজা এসে বাড়ীর খলিয়ান জবর-দখল করার চেষ্টা করে। এ নিয়ে কোর্টে মামলাও করেছে আমাদুল। কোর্টে মামলা চলাকানীন সময়ে গত ১৯ অক্টোবর বুধবার সামসুল হক তার দল-বলসহ রামদা, হাঁসুয়া, লাঠি-সোটা নিয়ে আমাদুলের বাড়ীর দরজার সামনে টিনের বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। অহায় আমাদুল কোন উপায় অন্ত না পেয়ে সাঁপাহার থানায় ঐ দিনেই একটি লিখিত অভিযোগ করেন। কোন ব্যাবস্থা নেয় হয় নি।
এ বিষয়ে সাঁপাহার থানার এসআই শাহাবুদ্দীন বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি।