পূবাইলে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা

- আপডেট সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৯৯

রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় পূবাইল থানায় তাহের ফকির নামে এক মাদকাসক্তের নামে অভিযোগ করেছে ভুক্তভোগীর মা।
বুধবার (২১ মে) নগরীর পূবাইল থানার হরবাইদ এলাকার চঙ্গেরবাইদে স্থানীয় মো: মজিবর ফকিরের ছেলে মাদকাসক্ত মোঃ তাহের ফকিরের (৪০) বিরুদ্ধে ৮ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশু কে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার এ অভিযোগ উঠে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্ত প্রায় সময় ভিকটিমের বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতো,একাধিক বার অভিযুক্ত ও তার পরিবারকে বিষয়টি জানানোর পরেও কোনো গুরুত্ব দেয়নি।গার্মেন্টস কর্মী মা সকালে কর্মস্থলে চলে গেলে নেশাগ্রস্ত তাহের বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।প্রতিবন্ধী হওয়ায় মেয়েটি চিৎকার করতে পারেনি।সকালে ঘর থেকে বাইরে না আসায় মামাতো বোন ঘরে ঢুকে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এসময় তাহের ঘরে লুকিয়ে ছিল। মামাতো বোনের চিৎকারে লোকজন এগিয়ে এলে তাহের ঘর থেকে পালিয়ে যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন,তদন্ত করে এর ব্যবস্থা নেয়া হবে।