মোস্তাফিজকে দলে নিয়ে ব্যাটিংয়ে দিল্লি

- আপডেট সময় : ০৯:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৪৪

প্রতিদিনের নিউজ :
শনিবার আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। লক্ষ্য আজ রোববার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া।
রোববার সফলভাবেই দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে বাঁহাতি টাইগার পেসারকে দলে নিয়েই আজ একাদশ সাজিয়েছে দিল্লি। টেবিলের ভালো অবস্থানে থাকা গুজরাট টাইটানসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে মোস্তাফিজের দিল্লি।
এর আগে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়ায় দিল্লি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের খেলার ছাড়পত্র (এনওসি) পান মোস্তাফিজ।
টাইগার পেসার যে আজ গুজরাটের বিপক্ষে একাদশে জায়গা পাবেন তা ছিল অনুমিতই। কেননা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার কারণে দেশে ফেরা বিদেশি ক্রিকেটারদের কেউ কেউ পুনরায় ভারতে ফেরেননি। যাদের অন্যতম মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসারের বদলি হিসেবেই মোস্তাফিজকে নিয়েছে দিল্লি। মোস্তাফিজের বিকল্প দিল্লির বর্তমান স্কোয়াডে আর কেউ নেই।
প্লে-অফের দৌড়ে থাকা দিল্লি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে।
গুজরাট টাইটানস একাদশ
শুভমান গিল (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, আর সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
ইমপ্যাক্ট সাব: সাই সুদর্শন, ওয়াশিংটন, লোমরর, রাওয়াত এবং শানাকা
দিল্লি ক্যাপিটালস একাদশ
ফাফ ডু প্লেসি, অভিষেক পোরেল, সমীর রিজভি, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, টি নটরজন, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট সাব: চামেরা, অটল, নায়ার, বিজয় এবং তিওয়ারি