যুবলীগ নেতা আল-আমীনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ

- আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২২

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা আল-আমীনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মোহনপুর ইউনিয়নের টেয়াক্কারপুল বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে।
আল-আমীন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি ফেসবুক লাইভে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন এবং ‘লাইভ নেতা’ হিসেবে পরিচিতি পান।
স্থানীয়দের অভিযোগ, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের ডাক দিলে আল-আমীন ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিতেন। এসব কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আজ সকালে বাজারে হঠাৎ আল-আমীনকে দেখা যায়। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পরে জনতা মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।”
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আল-আমীনকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, আল-আমীনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।