মুহাম্মদ আলী :
সৌদি আরবের রিয়াদে “প্রবাসের গল্প সিরিজ পাঠক ফোরাম” এর আয়োজনে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসীদের বৃহৎ সংকলন প্রবাসের গল্প সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে।
সম্প্রতি রিয়াদের বাথহায় অবস্থিত ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই প্রথম চলতি বছর মোট ১৭ জন প্রবাসী লেখককে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে বিশিষ্ট লেখক, আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান শায়েখ শাহাদাত আল মাহদী।
বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মসজিদ হায়া সুবয়ীতে দীর্ঘদিন যাবত সুনামের সহিত নিয়মিত ইমাম হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও দৈনিক আলোকিত সকালের রিয়াদ প্রতিনিধি ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন হারামাইন শিল্পীগোষ্ঠীর যুগ্ম নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে পালন করছেন।
সম্মাননা পেয়ে শাহাদাত আল মাহদী অনুভূতি প্রকাশ করে বলেন,প্রথমে আমি মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি এবং আগামীতে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা আরো বেশী করে লিখনীর মাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যাক্ত করে তিনি দেশ বিদেশে অবস্থানরত সকলের দুআ কামনা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না