নিউ ইয়ার ও অসহায় আমি
- আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৬০
নিউ ইয়ার ও অসহায় আমি
কবি: রিপন গুণ
নিষ্ঠুর পৃথিবীর পথ ধরে, ক্লান্তিহীন পথ চলছি আমি একা !
কত নতুন বছর গেল, কত নতুন বছর এলো-
ভাবি ! বছর নতুন-পুরাতন যাই হোক –
বরাবরের মতই,অনাহারে-অর্ধাহারে কাটে জীবন আমার ভাল।
ঘর হীন, চলার পথে সঙ্গীবিহীন আমি একা পথ যাত্রী
নির্জন রাতের ফুটপাত আমার ঘর,
রেল স্টেশনের প্লাটফর্ম আমার বাড়ি ।
নতুন বছর এলেও, আমি থাকি অনাহারী
খাবারের জন্য, রোজ সকালে ছুটতে হয় এদিক-ওদিক,
পড়ন্ত বিকেল শেষে, আঁধার যখন ঘনিয়ে আসে –
ক্লান্ত শরীরে, খোলা আকাশের নিচে ফুটপাতে করি বিছানা ।
নতুন বছরে, রাত “১২”-টায় সবাই করে হৈচৈ…..
আর আমি !
খোলা আকাশের নিচে অতি কষ্টে –
চাঁদ – জোছনার খেলা দেখতে দেখতে…
ঘুমের রাজ্যে যাই হারিয়ে ।
মধ্য রাতে, ভয়ঙ্কর বিকট শব্দে ঘুম যায় ভেঙে
চোখ খুলে দেখি, আকাশ সেজেছে রামধনু’র সাত রঙে,
চারদিক থেকে ভেসে আসে, বিভিন্ন গানের সুর –
নাচা নাচি আর চিৎকার করে বলছে- “হ্যাপি নিউ ইয়ার”
বাজির শব্দ আর আকাশ জুড়ে ঝলমলে আলো দেখে –
হঠাৎ মনে মনে ভাবি, এই বুঝি আরো একটা বছর গেল চলে।
নতুন বছরে সকালে আবার নিত্য দিনের মত
প্লাস্টিক খোঁজে, ছুটে যাই ডাস্টবিনে ধারে ।
হোটেল, রেস্তরাঁ, ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়ে থাকি
ভাবি ! যদি পাই বড় লোকের ফেলে দেওয়া –
এক টুকরো খাবার ।
এভাবেই কাটে, নতুন-পুরাতন বছরের পরিবর্তনের খেলা
নতুন বছরে, কতো স্বপ্ন জাগে মনে –
মুহূর্তেই আবার যায় হারিয়ে, কঠিন বাস্তবের তরে,
নতুন বছরের স্বপ্ন ভাঙা-গড়ার খেলায় মেতে থেকে –
বাস্তবতার সাথে যুদ্ধ করা, সেই অসহায় ছেলেটি- “আমি” ।