এয়ারপোর্ট থেকে আটক সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান

- আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৫৬

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গতকাল সোমবার সকালে নির্ধারিত ফ্লাইটে হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আসিফ ইমরান।
পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলায় সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা যায়, এসব মামলায় দীর্ঘদিন ধরেই তিনি নজরদারির আওতায় ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে মামলার বর্তমান অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।