নারায়ণগঞ্জ সংবাদদাতা
বাঙালিদের সাথে ক্রিকেট যেন জন্ম জন্মান্তরের বন্ধনে আবদ্ধ। ক্রিকেট নিয়ে যেন একটু বেশিই আবেগী আমরা। সেটারই ফল স্বরূপ নারায়ণগঞ্জে আর.পি.এস.ইউ ব্রাদার্স লীগ (সিজন-৩) আয়োজিত হয়ে গেলো পোলষ্টার ক্লাবের মাঠে। এবারের টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছিলো। দলগুলো যথাক্রমে ‘সুপার কিংস, স্মেশার্স, ল-সুপার জায়েন্ট, টিম অফ অলভস, নেভার বেক ডাউন এবং থান্ডার স্পার্টন’।
শক্তিশালী স্মেশার্সকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুললো সুপার কিংস। কিন্তু টুর্নামেন্টের শুরুটা সুপার কিংসের মোটেও ভালো ছিলো না। পরপর দুই ম্যাচ হেরে তারা ব্যাকফুটে চলে যায়। দলীয় প্রচেষ্টায় দলটি খুব ভালো ভাবেই ফিরে আসে এবং বাকি ম্যাচ গুলোতে টানা জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট সেরা হয়েছে কিংসের আসিফ।
ট্রফি তুলে দিতে অতিথি হিসেবে ছিলেন, পোলষ্টার ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এ.বি.এম সাইফুল হাসান রিয়েল, সহ-সভাপতি মো. আরিফুর রহমান এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো কথা টেলিনেট।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না