সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার-২

- আপডেট সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১৯৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরি-কাঘাতে ইয়াছিন (১৭) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তসহ দু’জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো, ওসমান (১৬) ও মো, আব্দুল (১৫)।
বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামে মো. শহিদুলের ছেলে। বর্তমানে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েত নগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ।
এ ঘটনায় রমজান ও নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত শনিবার (৩ মে) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক এনায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সিমানা এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানাল পাড় সড়কে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হসপিটালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াছিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা প্রধান অভিযুক্তসহ দু’জনকে গ্রেফতার করেছি।