লক্ষ্মীপুর সংবাদদাতা:
নেপালের সাইপ্রাসে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে বাংলাদেশি যুবক নেপাল প্রবাসী মো. রাসেলের (৩৩) সঙ্গে নেপালি তরুণী জ্যোতির (২৭) পরিচয় সেখান থেকে বন্ধুত্ব। পরে সম্পর্ক গড়ায় প্রেমে। চার বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে। গত (২৩নভেম্বর) পরিবার ছেড়ে নেপাল থেকে বাংলাদেশে আসেন জ্যোতি। গতকাল বুধবার আদালতের অনুমতি নিয়ে তাঁরা বিয়ে করেছেন। বাংলাদেশে এসে প্রথমে জ্যোতি নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন, বর্তমানে তার নাম জ্যোতির পরির্বতে রাখা হয়েছে খাদিজা বেগম। রাসেল লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মনতাজুর রহমান ভূঁইয়ার ছেলে। বিদেশি তরুণীর সঙ্গে বিয়ের খবরে গ্রামের অনেকেই রাসেলের বাড়িতে বেড়াতে আসছেন। জ্যোতির বাড়ি নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না