শেরপুর সংবাদদাতা
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের সুবিধার্থে ফুড কর্ণার ও সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার অনুষ্ঠানিকভাবে ফুড কর্ণার এবং পানির পাম্প উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ আসিফ রহমান, সিনিয়র সাংবাদিক, হারুন অর রশিদ দুদু, সিনিয়র সাংবাদিক, গোলাম রব্বানী টিটু, সাংবাদিক, মোহাম্মদ দুদু মল্লিক প্রমূখ।
জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে এবং গজনীকে আরো সৌন্দর্যপূর্ন করতে এই ফুড কর্ণার নির্মাণ করা হয়। এছাড়াও গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে সৌর বিদ্যুৎ এর মাধ্যমে পানির পাম্প নির্মাণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না