বরিশালে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৬৫
বরিশাল সংবাদদাতা
বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে আট কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত নয়টায় হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, পিরোজপুরের মঠবাডিয়া উপজেলার কবুতরখালী গ্রামের মৃত হাতেম তালুকদার পুত্র রনি মিয়া তালুকদার (২৫) ও কাউনিয়া থানাধীন ব্রান্স বোড় এলাকার মৃত কামাল হাওলাদারের পুত্র মো. রাসেল হাওলাদার (২৬)।
বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমাণ গাঁজা আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন হাতেম আলী কলেজ চৌমাথা বিগ বাজার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ফুটপাতের উপরে অভিযান পরিচালনা করে উপরস্থ দুই মাদক কারবারির কাছ থেকে লাকিজ ভর্তি আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই ইশতিয়াক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।