নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াসার পানির জন্য হাহাকার করছে ভূমিপল্লি আবাসন এলাকার প্রায় ৫ হাজার মানুষ । বেশ কিছুদিন ধরে পানি না পাওয়ায় শনিবার (২৯ অক্টোবর) বিকেলে আদমজী-শিমড়াইল সড়কে মানববন্ধন করেছে পল্লির ক্ষোব্ধ বাসিন্দারা।
ভূমিপল্লির বাড়ী মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম মাসুম বলেন, পল্লিতে অন্তত ৫ হাজার মানুষের বসবাস। গত ৩ দিন ধরে পল্লিবাসি ওয়াসার পানি পাচ্ছেন না। চরম পানি দুর্ভোগে ভোগছেন মানুষ। পানি না থাকায় রান্না বান্নায় করতে না পেরে অনাহারে দিন কাটাতে হচ্ছে। গোসন করতে পারছেন না একটানা তিন দিন ধরে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছেনা। পানির জন্য হাহাকার দেখা দিলেও ওয়াসা কর্তৃপক্ষ নির্বিকার।
পল্লির বাসিন্দা আব্দুল করিম বলেন, আমরা নিয়মিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ট্যাক্স দিয়ে আসছি। সিটি নাগরিক হিসেবে আমরা তেমন সেবা পাচ্ছিনা। পানি ছাড়া জীবন চলেনা। অথচ আমরা পল্লিবাসি সেই পানিই পাচ্ছিনা। বিষয়টি সিটি কর্তৃপক্ষকে অবগত করিয়েও কোন প্রতিকার হচ্ছেনা। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
এ বিষয়ে জানতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী মাসুদ এর মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এমএএইচ
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না