নেত্রকোনায় উইমেন্স ট্রেনিং এন্ড সেলস সেন্টার উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৮১
নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোণা জেলা পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে নেত্রকোনা উইমেন্স ট্রেনিং এন্ড সেল সেন্টার ও প্রবীণ কর্ণার এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যাগে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠের কর্নারে ওমেন্স ট্রেনিং সেন্টার তৈরী করা হয়েছে। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং নিজেদের তৈরী পন্য বিক্রির জন্য তৈরী করা এ হয়েছে সেলস সেন্টার।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা মুক্তিযুদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ নারী উদ্যোক্তাগণ, প্রবীণ ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এ ট্রেনিং সেন্টারে জেলার নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন চারু ও কারু পণ্যসামগ্রী বিক্রয় ও প্রদর্শনী হবে।