বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত ও তার উস্তাদকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ০১:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৮৩
বি.এম রিয়াদুর রহমান রিয়াদ,শেরপুর জেলা প্রতিনিধি
বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত ও তার উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরীকে রাজধানীর যাত্রাবাড়ি,দনিয়া ও কাজলার কোরআন প্রেমিক তৌহিদী জনতার পক্ষ থেকে বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১১৭ দেশের মাঝে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আবু রাহাত ৩য় স্থান অর্জন করেন।
শুক্রবার (২৮ অক্টোবর) বাদ আসর থেকে রাত ১১টা পর্যন্ত এই গণসংবর্ধনা চলে যাত্রাবাড়ি টুলপ্লাজা সংলগ্ন প্রশস্ত রাস্তায় খোলা মাঠে। কোরআন প্রেমিক জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন কাজলা জামিয়া রহমানিয়া দারুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি ওযায়ের আমীন।
মারকাজুত তাহফিজ ইন্টার ন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাফেজ আবু রাহাতের উস্তাদ শায়েখ নেছার আহমদ আন নাছিরীর স্বাগত বক্তব্য মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবু তাহের জেহাদী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্বারী মুফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, সাইনবোর্ড মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা ফজলুর রহমান,যাত্রাবাড়ি আবু বকর রা.মাদ্রসার মুহতামিম মুফতি বোরহানউদ্দিন রব্বানী,
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী, খাদিমুল ইসলাম ঢাকা মহানগর সভাপতি মাওলানা আজিজুর রহমান, আওয়ামীলীগের নেতা জনাব একে খান জয়, যাত্রাবাড়ী থানা মসজিদের ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম, ডা. মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
গণসংবর্ধনায় স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনুর পক্ষ থেকে, ঢাকা সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কমিশনার জনাব হাবিবুর রহমান হাবুর পক্ষ থেকে, যাত্রাবাড়ী থানার ওসি জনাব মাজহারুল ইসলামের পক্ষ থেকে, অনাবিল হসপিটাল এর পক্ষ থেকে এবং এলাকাবাসীর যুব সমাজের পক্ষ থেকে হাফেজ আবু রাহাত ও তার উস্তাদকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।