প্রতিদিনের নিউজ :
সিদ্ধিরগঞ্জে পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা, ছুটিকালীন ভাতা ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তারা আন্দোলন শুরু করেন।
জানা গেছে, প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে গার্মেন্টসটির প্রবেশদ্বারে তাদের ছুটিকালীন ভাতা ৫০% এর পরিবর্তে ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। বর্তমানে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটিকালীন সময়ে ৫০% ভাতা দিয়ে থাকে।
আন্দোলনে অংশে নেওয়া শ্রমিকরা বলেন, আমরা সারাবছর কর্ম করি মালিকপক্ষের জন্য। কিন্তু তারা আমাদের ছুটিকালীন ভাতা ১০০% করতে অনীহা প্রকাশ করছে। আমরা তা মানবো না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন করে যবো।
আরেক শ্রমিক বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত মাঠ ছাড়বো না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ওই গার্মেন্টসে টিম পাঠিয়েছি। শ্রমিকরা ভাতার জন্য আন্দোলন করছেন। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না