মমিনুল ইসলাম:
মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী বিকেলে স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।
সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, একজন ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করা এবং স্কাউটিং করা শিক্ষার্থী তার চলনে-বলনে অন্য যে কোন শিক্ষার্থীর চেয়ে কিছুটা হলেও ব্যতিক্রম হবে। শারীরিক গঠন, মানসিক বিকাশ ও পরিচ্ছন্ন জীবন গঠনে ক্রিড়া-সাংস্কৃতিক চর্চা ও স্কাউটিং করা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ন। তাই লেখাপড়ার পাশাপাশি আমরা ক্রিড়া ও সাংস্কৃতি চর্চার প্রতিও মনোযোগী হবো।
এসময় তিনি আরো বলেন, উন্নত জীবন গঠনে মানসম্মত বা যুগোপযোগী শিক্ষা নিশ্চিতের পাশাপাশি আমাদের অবশ্যই চলমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারনা থাকতে হবে। মন দিয়ে লেখাপড়া করে উন্নত জীবন গঠনের পাশাপাশি মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কেননা, শুধু অর্থনৈতিক স্বচ্ছলতাই জীবনের একমাত্র মানদন্ড নয়। মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে না পারলে অনেক সময় জীবনে অনেক পিছিয়ে পড়তে হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না