শাকিল আহম্মেদ,সরিষাবাড়ী :
জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ৬ বছর পরে উপজেলা শাখার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহা সচিব হাবিব উন নবী খান সোহেল।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২০১৯ সালে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০২১ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আজিম উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সদস্য সচিব করা হয়েছিল। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন,আন্দোলন সংগ্রাম, মামলা, হামলা, হয়রানি, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি উপজেলা বিএনপি। দীর্ঘ ৬ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ-সময় ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বস্তরে নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না