মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২০২৫ চালানো হয়। গত ১১ ফেব্রুয়ারী দিনগত রাতে এবং ১২ ফেব্রুয়ারী বিকেলে কোষ্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, অভিযানে ২০ টি চায়না দুয়ারি চাই, ২ খুঁটি/গছি জাল ২০ হাজার মিটার, ৩ টি মশারীজাল, ২ টি বেহুন্দী জাল ৫ হাজার মিটার এবং নাছিরারচর চরে ১টি জাগ অপসারণ করা হয়। আটককৃত অবৈধ মৎস্য শিকার জাল ও সরঞ্জাম পুড়িয়ে নস্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা সীমান্ত নাছিরাচর, বোরোচর সহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে। যাকেই বেআইনি কার্যক্রমের সাথে পাওয়া যাবে তার বিরুদ্ধেই মৎস্য রক্ষা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না