প্রতিদিনের নিউজ :
আর্মরশেল প্রটেকশন ধারণাটি স্মার্টফোনের বাজারে কিছুটা নতুন। সাম্প্রতিক সময়ে আর্মরশেল প্রটেকশন ফিচারযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।কিন্তু অনেকেই এ ফিচারের সম্পর্কে বিস্তারিত জানেন না। এটি মূলত স্মার্টফোনকে টেকসই থাকার নিশ্চয়তা দিয়ে থাকে।
কাঠামোগতভাবে ‘আর্মরশেল’প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাঠামোগত সিস্টেম ও আটটি উল্লেখযোগ্য উন্নত ফিচারের সমন্বয়ে স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত করা হয়।এতে রয়েছে শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, সমন্বিত ধাতব ফ্রেম, মজবুত গ্লাস,কোটেড প্রটেকশন, শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম, উপাদান সংযোজনকারী গলু-,স্ক্রিন সুরক্ষার বেজেল ও ইনসিওল ডিজাইন।এসব ফিচারের ফলে স্মার্টফোনকে বাঁকানো,পড়ে যাওয়া ও দাগ লাগা থেকে সুরক্ষা দিতে সক্ষম। রয়েছে অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখে।
নোট ৬০ মডেলের মাধ্যমে আর্মরশেল’প্রোটেকশন যুক্ত স্মার্টফোনের দেশীয় বাজারে যুক্ত হয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। এই প্রযুক্তিযুক্ত তাদের সর্বশেষ স্মার্টফোন হলো নোট ৬০এক্স। সম্প্রতি দেশের বাজারে নিয়ে আসা এই স্মার্টফোনটি ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়। অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না