সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মিটারে অবৈধ হস্তক্ষেপ করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৪টি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর সিদ্ধিরগঞ্জে কয়েকটি চুন প্রস্তুত কারখানায় অভিযান চালানো হয়। এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ ও টেম্পারিং করার অভিযোগে আরাফাত লাইমস, সুরমা লাইমস, মদিনা লাইমস ও মেঘনা লাইমস নামক ৪টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার কেটে নেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জে ১৪টি চুন প্রস্তুতকারক কারখানা রয়েছে। এরমধ্যে বুধবার হঠাৎ করে হিরাঝিল এলাকার সুরমা লাইমস্, আরাফাত লাইমস, মদিনা লাইমস ও আটি হাউজিং এলাকার মেঘনা লাইমস অভিযান পরিচালনা করে। এসময় গ্যাসের মিটারে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং এর অভিযোগ এনে ঐ ৪টি চুন কারখানার রাইজার কেটে নিয়ে যান তিতাস গাস কর্তৃপক্ষ।
এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, হঠাৎ করে আমরা কয়েকটি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান পরিচালনা করি। এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং এর প্রমাণ পাওয়ায় ৪টি চুন প্রস্তুতকারক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের ওই কর্মকর্তা ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না